
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্থক্য গড়ে দেন তারকা ক্রিকেটার। ৫৯ বলে ৭৬ রান করেন। রুদ্ধশ্বাস ম্যাচে ৭ রানে জেতে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পডকাস্টে এই প্রসঙ্গে কথা বলেন কোহলি। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? কোহলি জানান, ২০২৬ সালে আবার টি-২০ বিশ্বকাপ রয়েছে। তিনি চেয়েছিলেন, তার আগে নতুন প্লেয়াররা যাতে মানিয়ে নেওয়ার জন্য এবং নিজেদের তৈরি করার জন্য হাতে অন্তত দু'বছর সময় পায়।
কোহলি বলেন, 'আমার মনে হয় না আমার মধ্যে কোনও পরিবর্তন এসেছে। টি-২০ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন প্লেয়ারদের কথা ভেবে। তাঁরা তৈরি, তবে সময় দরকার। আরও তৈরি হতে, চাপ সামলানো শিখতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলার অভিজ্ঞতা অর্জন করতে এবং বিশ্বকাপের আগে একাধিক ম্যাচ খেলে অভিজ্ঞতা বাড়াতে অন্তত দু'বছর লাগবে। যাতে বিশ্বকাপের আগে ওদের মনে হয়, ওরা তৈরি।' ভারতের হয়ে মোট ১২৫টি টি-২০ ম্যাচ খেলেছেন কোহলি। রান ৪১৮৮। গড় ৪৮.৬৯। আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়ালেও, আরসিবির হয়ে চেনা ছন্দে রয়েছেন। ১৮ বছরের অপেক্ষা এবার মেটার আশায়। আইপিএলের প্রথম বছর থেকেই বেঙ্গালুরুতে খেলছেন। কখনও কি ফ্র্যাঞ্চাইজি ছাড়ার কথা ভেবেছিলেন? কোহলি জানান, ফ্যানদের থেকে যে ভালবাসা পেয়েছেন, সেটা যেকোনও ট্রফির থেকে বড়। বলেন, 'ফ্যানদের থেকে যে ভালবাসা পেয়েছি, আমার মনে হয় না কোনও ট্রফি তার ধারেকাছে আসতে পারবে।' চলতি আইপিএলে দারুণ ছন্দে বেঙ্গালুরু। প্লে অফের আরও কাছে পৌঁছে গিয়েছেন কোহলিরা। দশের মধ্যে সাতটা ম্যাচ জিতেছে। ইতিমধ্যেই ৪৪৩ রান করে ফেলেছেন কোহলি। ট্রফির খরা কাটানোর আশায় আরসিবি।